শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ পদার্পণ করলো অষ্টম বর্ষে

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়
expand
বরিশাল বিশ্ববিদ্যালয়

কীর্তনখোলা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সুউচ্চ লাল দালান দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। এখানেই ২০১৮ সালের ৭ জানুয়ারি যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ৩০ জন ছাত্র-ছাত্রী প্রতিবছর এই বিভাগটিতে ভর্তি হতে পারেন।

সময়ের সাথে সাথে সমৃদ্ধ হয়ে উঠছে সাংবাদিকতা বিভাগ।বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করার ক্ষেত্রেও এই বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব যেকোনো যৌক্তিক বিষয়ে সামনে থাকেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।দীর্ঘ সাত বছরের পথ চলায় এখান থেকে বের হয়েছেন দেশ বরেণ্য সাংবাদিক। যারা এখন কাজ করছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে। এছাড়াও অনেকে যোগাযোগ বিষয়ক ব্যবসা ও চাকরির ক্ষেত্রগুলোতে আলো ছড়াচ্ছেন।যোগাযোগ তৈরি করেছেন সারা দেশে।

এই বিভাগে রয়েছেন এক ঝাক অভিজ্ঞ শিক্ষক। যারা পূর্বে দেশের সেরা ক্যাম্পাস সাংবাদিক ছিলেন।তাদের হাত ধরের হাঁটি হাটি পা করে এগিয়ে যাচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। শিক্ষক -শিক্ষার্থীর রয়েছে অপূর্ব মেলবন্ধন।সদা মুক্তপরিবেশে চলে উচ্চশিক্ষা আহরন। বর্তমানে তিনজন শিক্ষক শিক্ষার্থীদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

বিভাগটি অষ্টম বছরে সফলতার সাথে পা রাখলেও ছিলো অনেক সীমাবদ্ধতা।তারমধ্যে শ্রেণিকক্ষ সংকট ও শিক্ষক সংকেটর বিষয়টি খুবই কষ্ট দিচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। এছাড়াও পর্যাপ্ত সরঞ্জাম নেই সাংবাদিকতা প্রশিক্ষণের জন্য।

বর্তমানে বিভাগটিতে প্রায় দেড়শোর অধিক শিক্ষার্থী রয়েছেন।যারা পড়াশুনার পাশাপাশি করছেন ক্যাম্পাস সাংবাদিকতা।কাজ করছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে। মনে হয় যেনো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থীদের কন্ঠস্বর হয়ে উঠছে।আগামীর দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিভাগটি।

শিক্ষার্থীরা এমন স্বপ্নই বুনছেন তাদের মুক্ত মনে। অষ্টম বর্ষে পদার্পণ করার মধ্য দিয়ে নতুন আঙ্গিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর বিভাগটি।এখান থেকেই গড়ে উঠবে নির্ভীক ও নিরপেক্ষ গণমাধ্যমকর্মী। যারা রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি রাষ্ট্রের জবাবদিহিতা জনগণের নিকট নিশ্চিত করবেন।হয়ে উঠবে জনগণের কন্ঠস্বর।

শিক্ষার্থী:আব্দুল কাদের জীবন,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,বরিশাল বিশ্ববিদ্যালয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X