

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।
এ বিষয়ে তিনি জানান, ভোট গণনার জন্য দুটি প্রতিষ্ঠান থেকে মোট ছয়টি মেশিন আনা হয়েছিল। তবে গণনা শুরুর কিছুক্ষণ পরই একাধিক মেশিনে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। ফলে সুষ্ঠু ও নির্ভুলভাবে ফলাফল নিশ্চিত করতে আপাতত ভোট গণনা স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সংসদের ভিপি ও জিএস পদপ্রার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
মন্তব্য করুন
