শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি পরিসংখ্যান বিভাগের বর্ধিতাংশ উদ্বোধন

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
পরিসংখ্যান বিভাগের বর্ধিতাংশ উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
expand
পরিসংখ্যান বিভাগের বর্ধিতাংশ উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের নবনির্মিত বর্ধিতাংশ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বর্ধিতাংশ উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, "অ্যালামনাইদের সহায়তায় এই অবকাঠামোগত উন্নয়ন অ্যালামনাইয়ের সঙ্গে বিভাগের সুদৃঢ় সম্পর্কের বার্তা বহন করে। এটি অন্যদের জন্যও ভালো উদাহরণ হতে পারে। বিশ্ববিদ্যালয় শুধু সরকার বা সরকারি দল নিয়ে চলে না। সমাজকে নিয়ে বিশ্ববিদ্যালয় চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সমাজ ও অ্যালামনাইদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার উপর তিনি গুরুত্বারোপ করেন। এধরনের উদ্যোগ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।"

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং ফ্লোর এক্সটেনশন প্রজেক্টের আহ্বায়ক অধ্যাপক সায়েমা শারমিনসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য পরিসংখ্যান বিভাগের অ্যালামনাইবৃন্দের অর্থায়নে এই বর্ধিতাংশ নির্মাণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X