

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপারে অবমাননাকর ও বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এর আগে ডাকসুর জিএস (সাধারণ সম্পাদক) এস এম ফরহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে ঢাবির সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক বলেন, জুলাই বিপ্লবে মাদ্রাসার শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান ছিলো। মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তারা কারও করুণায় এখানে ভর্তি হয়নি।
তিনি আরও বলেন, এই বক্তব্য ব্যক্তি ফজলুর না বিএনপির আমরা সেটা জানতে চাই। এ বিষয়ে আমরা স্পষ্টভাবে বিএনপির অবস্থান জানতে চাই।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান বলেন, জুলাই বিপ্লবে আমরা ইসলামবিদ্বেষের কবর রচনা করেছি। কিন্তু বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যে ইসলামবিদ্বেষের সে পুরনো রূপ প্রকাশ পাচ্ছে। হাসিনাও এ কাজ করেছিলো। আমরা তাদের সাবধান করে বলে দিতে চাই হাসিনা এ কাজ করে যে পথে গেছে আপনাদেরও সে পথে যেতে হবে।
ডাকসুর আরেক কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন আমরা মাদ্রাসার পরিচয় দিতে পারিনি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে যখন আমরা এই বৈষম্য দূরীকরণের দিকে আগাচ্ছি, তখন ফজলুর রহমানের এ ধরনের বক্তব্য আরও বিভাজন তৈরি করছে।
তিনি বলেন, বাংলাদেশে এখনো আওয়ামীপ্রেমী ফজলুদের বসবাস। তারা এখনো সাদা টুপি ও জুব্বাকে ভয় পায়। আমাদের প্রশ্ন, তোমরা কেন সাদা টুপিকে ভয় পাও? সাদা টুপিকে ভয় পেতো স্বৈরাচার। আপনারাও কি নব্য স্বৈরাচার হয়ে উঠতে চান?
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
