

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসামা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ উপাচার্য কার্যালয়ে তারা সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অধ্যাপক ওসামা খান ঢাবি উপাচার্যকে যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই আমন্ত্রণের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন
