সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার্থীর সেবায় ইসলামী ছাত্রীসংস্থা

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে হেল্পডেস্ক ও তথ্য সেবাকেন্দ্র টেন্ট স্থাপন
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে হেল্পডেস্ক ও তথ্য সেবাকেন্দ্র টেন্ট স্থাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে হেল্পডেস্ক ও তথ্য সেবাকেন্দ্র টেন্ট স্থাপন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ছাত্রী সংস্থার টেন্ট সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সেবা দিয়ে যাচ্ছেন।

ছাত্রী সংস্থার টেন্ট থেকে সেবা পেয়ে এক অভিভাবক বলেন, জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্রীসংস্থার টেন্টে এসে সকালেই বসেছি তারা তথ্য ও দিকনির্দেশনা দিয়েছে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা এবং অভিভাবকদের এই ছাত্রীসংস্থার টেন্টে এসে নিদ্বির্ধায় সেবা নিতে পারবেন তাদের ব্যবহার ও সেবায় আমি খুবই মুগ্ধ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্রীসংস্থা টেন্টের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুর ফেরদৌস বলেন, ছাত্রসংস্থার পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো আমরা টেন্ট স্থাপন করেছি। এখানে মেয়েদের জন্য জরুরি ওষুধ ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি টোকেন সংগ্রহের মাধ্যমে ব্যাগ রাখার সুব্যবস্থা রয়েছে। এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরণের ইসলামিক বই রয়েছে, কেউ চাইলে সেগুলো কিনে দিতে পারবে সেইসাথে নামাজের জন্য সংরক্ষিত স্থান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X