

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট দূরীকরণ এবং সেবার মান উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
এই উদ্যোগের অংশ হিসেবে ১৭টি বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রত্যাশিত বাস ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’।
গতকাল বুধবার বিকেলে ডাকসু ভবনে অনুষ্ঠিত এ সভায় নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং ছাত্র পরিবহন সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রুটভিত্তিক প্রতিনিধিরা সেখানে অনাবাসিক শিক্ষার্থীদের নানা সমস্যা তুলে ধরেন এবং খোলামেলা আলোচনায় অংশ নেন।
আলোচনার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, শাটল সার্ভিস চালু করা এবং রিকশাভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়েও প্রস্তাব উঠে আসে।
ডাকসুর নেতারা আশ্বাস দেন, পরিবহন খাতের দুরবস্থা কাটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই এবং শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।
সভায় আলোচনার মূল বিষয় ছিল ঢাবির বাস ট্রাকিংয়ের জন্য অ্যাপ ‘আমাদের লাল বাস’-এর পরিচিতি। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই মোবাইল ফোনে রিয়েল-টাইমে বাসের অবস্থান জানতে পারবেন। এতে করে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াতে আরও সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, “বাস ট্র্যাকিং অ্যাপ চালুর বিষয়টি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। তিনি বলেন ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনের আগেই চালু করার ঘোষণা দিয়েছে। কিন্তু ডাকসু নির্বাচনের কারণে এই কার্যক্রম পিছিয়ে যায়।
আমরা সে লক্ষ্যেই কাজ করেছি। পরীক্ষামূলক উদ্বোধন করতে পেরেছি। খুব শিগগিরই সব রুটে এই সুবিধা চালু করা হবে।”
অন্যদিকে, বিভিন্ন রুটের প্রতিনিধি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ প্রযুক্তি চালু হলে শিক্ষার্থীদের হয়রানি অনেকটা কমবে।
একইসঙ্গে পরিবহন সংক্রান্ত অন্য সমস্যাগুলোর সমাধানেও তারা ডাকসুর নতুন কমিটিকে সহযোগিতা করার আশ্বাস দেন।
মন্তব্য করুন
