

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন (২০১৮-১৯) মোশারফ হোসেন সভাপতি পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক হিসেবে ১২৬ ভোট পেয়ে আরিফ হোসেন শান্ত নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
নিকটতম সভাপতি প্রতিদ্বন্দ্বী হিসেবে আশিক ৮৬ ভোট পেয়ে পরাজিত হন। সাধারন সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১০৩ ভোট পেয়ে ইত্তেসাফ-আর রাফি পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে নিকটম তম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৭১ ভোট পেয়ে পরাজিত হন।
বরিশল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনের লক্ষে বুধবার ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নির্বাচন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিক্ষক মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৪০ জন ভোটারের মধ্যে ২৩৯ জন ভোট প্রদান করেন। ৪টি ভোটগ্রহণ করা হয় অনলাইনে।ভোটগ্রহণ করা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে।
মন্তব্য করুন
