শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাকসুর মনোনয়ন নিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
শাকসুর মনোনয়ন নিলেন হাফিজুল ইসলাম
expand
শাকসুর মনোনয়ন নিলেন হাফিজুল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রিয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে মনোনয়ন নিয়েছেন ইনকিলাব মঞ্চের শাবিপ্রবি শাখার আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সদস্য সচিব হাফিজুল ইসলাম।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন নিয়ে হাফিজুল ইসলাম বলেন, ‘দায়িত্ব, স্বচ্ছতা ও শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদেপ্রার্থী হওয়ার জন্য আমি মনোনয়ন সংগ্রহ করেছি। একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সক্রিয় ক্যাম্পাস গড়ে তোলা, একাডেমিক ও সংগঠনী সহায়তা বৃদ্ধি, এবং সবার মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করাই আমার অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি-আমরা একসঙ্গে আরও প্রাণবন্ত, অগ্রসর ও শিক্ষার্থী-বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারবো। সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X