

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নতুন ভিপি সাদিক কায়েম বলেছেন, ক্যাম্পাসে কারও পোশাক বা ব্যক্তিগত পরিচয়ের কারণে কাউকে হেয় করা বা সীমাবদ্ধ করা যাবে না।
হিজাব, নন-হিজাব কিংবা আধুনিক পোশাক—সব শিক্ষার্থীরই সমান অধিকার রয়েছে।
সাদিক কায়েম সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে। তিনি দাবি করেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে দেওয়া প্রতিশ্রুতির কারণে তাদের আস্থা অর্জন করতে পেরেছেন।
তিনি জানান, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এছাড়া স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসনসংক্রান্ত সমস্যা সমাধানে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা শিগগির বাস্তবায়ন শুরু হবে।
শিবিরের বিজয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা খর্ব হওয়ার প্রশ্নে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় বহুমাত্রিক সংস্কৃতির জায়গা, এখানে কারও স্বাধীনতা সীমিত করার সুযোগ নেই।”
মন্তব্য করুন
