

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫৪ ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব, বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, জাকসুর নেতৃবৃন্দসহ নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ তাঁদের স্ব স্ব অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেন এবং উপাচার্য শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, তোমরা একটি বড়ো স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছ, আমরা তোমাদের স্বাগত জানাই। তোমাদের মা-বাবা, পরিবার-পরিজন ও শিক্ষকগণ তোমাদেরকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন দেখছেন।
আশা করি, তোমরা আগামী ৫টি বছরে তোমাদের প্রত্যাশিত সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে চেষ্টা করে যাবে। এছাড়া পড়াশোনার পাশাপাশি তোমাদের মধ্য থেকে জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্ব গড়ার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিয়মিত জাকসু নির্বাচন আয়োজন করবে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, কঠিন ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছ। তোমাদের কঠোর অধ্যবসায় ও অনুশীলনের ফলকে স্বাগত জানাই।
ইতোমধ্যে আমরা দেখেছি শুধু মেধাবী দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না, এগিয়ে নিতে প্রয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। আশা করি, ৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে আগামীতে দেশকে নেতৃত্ব দিবে এবং আমাদেরকে গর্বিত করবে।
মন্তব্য করুন