শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর, আবেদন ফি ও আসনের সংখ্যা বাড়লো

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এসেছে - বৃদ্ধি পেয়েছে আসন সংখ্যা, বাড়ানো হয়েছে আবেদন ফি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, আগামী ২৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এই বছর সকল ইউনিটের আবেদন ফি ১০০ টাকা করে বাড়ানো হয়েছে।

A, B, C ইউনিট: ১,০০০ টাকা

C1, D, E ইউনিট ও IBA-JU: ৭০০ টাকা

এছাড়াও গত শিক্ষাবর্ষের ১,৮১৬ আসনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ২৬টি আসন। এর মধ্যে -আইন বিভাগে ১৬টি এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। ফলে এবার মোট ১,৮৪২ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

ইউনিটভিত্তিক বিস্তারিত আসন সংখ্যা-

A’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি, আইআইটি): মোট আসন: ৪২৬। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-গণিত বিভাগে ২৮ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী মোট আসন সংখ্যা ৫৬ জন। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে মোট ৫৬ জন। রসায়ন বিভাগে ৭০ জন।

পদার্থবিজ্ঞান বিভাগে ৬৪ জন। ভূতাত্তিক বিজ্ঞান বিভাগে ৪০ জন। সিএসই বিভাগে ৫০ জন। পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪০ জন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি (আইআইটি) মোট আসন সংখ্যা ৫০। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

‘B’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): মোট আসন: ৩২৬। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-অর্থনীতি বিভাগে ৭০ জন। ভূগোল ও পরিবেশ বিভাগে ৬০ জন। সরকার ও রাজনীতি বিভাগে ৬৬ জন। নৃবিজ্ঞান বিভাগে ৪০ জন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪০ জন এবং লোক প্রশাসন বিভাগে মোট আসন সংখ্যা ৫০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

‘C’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মোট আসন: ৪৬৬ টি। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-বাংলা বিভাগের জন্য বরাদ্দকৃত মোট সংখ্যা ৬০ জন। ইংরেজি বিভাগ মোট ৬০ জন। ইতিহাস বিভাগ ৬০ জন। দর্শন বিভাগে ৫০ জন। প্রত্নতত্ত্ব বিভাগে ৩৮ জন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৬০ জন।

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৩২ জন। আইন ও বিচার বিভাগে গত বছরের থেকে ১৬ টি আসন বাড়ানো হয়েছে বর্তমান মোট আসন সংখ্যা ৬৬ জন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে একইভাবে ১০ টি আসন বাড়িয়ে ৪০ জন করা হয়েছে। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

'C1' ইউনিট (কলা ও মানবিকীঅনুষদ): মোট আসন সংখ্যা ৬৪। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-নাটক ও নাট্যতত্ত বিভাগে ২৮ জন। চারুকলা বিভাগে ৩৬ জন।

‘D’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মোট আসন: ৩১০।অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৬০ জন। প্রাণিবিদ্যা বিভাগে ৫০ জন। ফার্মেসী বিভাগে ৫০ জন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে ৫০ জন। মাইক্রোবায়োলজি বিভাগে ৩৬ জন।বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৪ জন এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে ৪০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

‘E’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): মোট আসন: ২০০। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে। ৫০মার্কেটিং বিভাগে ৫০ জন।একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ৫০ জন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৫০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

'আইবিএ-জেইউ' (IBA-JU) ইন্সটিটিউট: মোট আসন সংখ্যা ৫০। এই অনুষদের অন্তর্ভুক্ত ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের মোট আসন ৫০ টি। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

গত বছরের মতো এবারও ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি, প্রতিটি ইউনিটের বিস্তারিত সিলেবাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময় পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন