

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ ও আংশিক বৃত্তির ঘোষণা দিয়েছে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (CEU)। এই বিশ্ববিদ্যালয়টি অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত, পাশাপাশি হাঙ্গেরির বুদাপেস্টে এর আরেকটি ক্যাম্পাস রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ সুযোগে আবেদন করতে পারবেন।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মানবিক ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।
কী কী সুবিধা পাওয়া যাবে?
সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ।
জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ভাতা।
স্নাতক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৪ হাজার ইউরো পর্যন্ত সহায়তা।
স্নাতকোত্তর পর্যায়ে মাসে ৩০০ থেকে ১,০০০ ইউরো ভাতা।
পিএইচডি শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি মওকুফসহ মাসে ১,৮৮০ ইউরো ভাতা।
সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যবিমা।
আবেদনের যোগ্যতা
যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
স্নাতক পর্যায়ে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক/সমমানের সনদ।
স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি।
পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রি।
ইংরেজি ভাষায় দক্ষতা (আইইএলটিএস/টোয়েফল লাগবে না, যদি সর্বশেষ ডিগ্রি ইংরেজিতে হয়ে থাকে)।
ভালো একাডেমিক রেকর্ড।
যে নথিপত্র লাগবে
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি।
একাডেমিক সনদপত্র ও ডিগ্রি।
দুটি রেফারেন্স লেটার।
রিসার্চ প্রপোজাল (পিএইচডির জন্য)।
সিভি বা জীবনবৃত্তান্ত।
ইংরেজি দক্ষতার সনদ।
পার্সোনাল স্টেটমেন্ট ও স্টেটমেন্ট অব পারপাস।
মেডিকেল সার্টিফিকেট ও মোটিভেশন লেটার।
অনলাইন আবেদন ফরম পূরণ।
আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ আবেদন অনলাইনে করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
শেষ তারিখ
স্নাতক ও স্নাতকোত্তর (প্রথম রাউন্ড): ১৫ অক্টোবর ২০২৫
স্নাতক ও স্নাতকোত্তর (দ্বিতীয় রাউন্ড): ৪ ফেব্রুয়ারি ২০২৬
পিএইচডি প্রোগ্রাম: ৪ ফেব্রুয়ারি ২০২৬
মন্তব্য করুন
