শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একাদশে শেষ ধাপে ভর্তির ফল প্রকাশ আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
expand
একাদশে শেষ ধাপে ভর্তির ফল প্রকাশ আজ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির সর্বশেষ বা চতুর্থ পর্যায়ের আবেদনের ফলাফল আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হচ্ছে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা শিক্ষার্থীদের ফলাফল রাত ৮টা থেকে জানা যাবে।

চতুর্থ ধাপের আবেদন গ্রহণ করা হয় রবিবার ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর)।

জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধে ভর্তি প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট xiclassadmission.gov.bd থেকে বিস্তারিত নির্দেশিকা পড়ে আবেদন করেছেন।

আবেদন করতে পেরেছে যারা পূর্বে আবেদন করেননি বা আবেদন করেও কলেজে সিলেকশন পাননি অথবা যারা মনোনয়ন পেলেও নির্ধারিত সময়ে কলেজে ভর্তি বা নিশ্চায়ন করতে পারেননি।

প্রতি শিক্ষার্থীকে অন্তত ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।

নির্বাচিত শিক্ষার্থীরা তাদের সিলেকশন নিশ্চায়ন করতে পারবেন ২৫ সেপ্টেম্বর সকাল থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুসরণ করেই ভর্তি কার্যক্রম চলবে।

কোনো অবস্থাতেই অনলাইনের বাইরে ম্যানুয়ালি ভর্তি করা যাবে না।

অভিভাবক, শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি পুনরায় জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন