শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাবি শিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ কাল

জাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম
expand
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫”।

আগামীকাল (শনিবার) সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ডাকসু ভিপি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের জন্য আমাদের শাখা নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করছে। এতে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন সংক্রান্ত নির্দেশনা এবং বিশেষ উপহার থাকবে। সকল নবীন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত।”

অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “প্রতি বছর নবীন শিক্ষার্থীদের আগমনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণচঞ্চল হয়ে ওঠে। ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫’-এর মাধ্যমে আমরা নবীন শিক্ষার্থীদের এমন দিকনির্দেশনা দিতে চাই, যা তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। ক্যারিয়ার পরিকল্পনা, মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে তারা সমাজ ও জাতির সম্পদে পরিণত হবে—এই আমাদের প্রত্যাশা।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন