

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, “পাবলিক পরীক্ষা আইনের নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।”
তিনি আরও জানান, “আমরা আশা করছি নির্ধারিত সময়সীমার মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে।”
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং নির্ধারিত সূচি অনুযায়ী তা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে আবহাওয়া ও অন্যান্য কারণে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন সূচিতে পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছেলেদের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়েদের সংখ্যা ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন

