শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে : রিজভী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ
expand
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে তা সঠিক ছিল না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

তিনি বলেন, যেসব অনিয়ম বা অভিযোগ উঠেছে, প্রশাসন সেগুলোকে একেবারেই গুরুত্ব দেয়নি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে, এটা চাপিয়ে দেওয়ার মতো অবস্থাই সৃষ্টি করেছে প্রশাসন। ডাকসু নির্বাচন নিয়ে বিরোধিতা নেই, তবে অসমতল মাঠে নির্বাচন দেওয়ার মাধ্যমে সাধারণ ছাত্রদের প্রতারণা করা হয়েছে।” তিনি আরো বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের একগুঁয়ে পন্থায় নির্বাচন দেওয়া হয়েছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থা কবর দিয়েছেন। যদি কেউ কাউকে জেতানোর জন্য নীলনকশা করে, তাহলে জাতি তা মেনে নেবে না।”

বিএনপির শীর্ষ নেতার বক্তব্য, বর্তমান সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার প্রত্যাশা ছিল, কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে একটি বিশেষ গোষ্ঠী অসৎ কাজ চালিয়ে যাচ্ছে। এদের প্রতি অন্তর্বর্তী সরকারের নজর রাখা উচিত ছিল। এই অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “শেখ হাসিনা নানা ধরনের কায়দায় মানুষের মূল্যবোধ নষ্ট করেছেন। আমরা তাকে পালাতে বাধ্য করেছি, কিন্তু এখনও অনেক ষড়যন্ত্র চলছে। বিএনপি এমন রাজনীতি চায় যেখানে গণতন্ত্র থাকবে এবং মানুষের কথা বলার অধিকার রক্ষা পাবে।”

সেলিমা রহমান আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন