শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘তোমরা কি আমাকে মেরে ফেলবে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১২ এএম আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে আদালতে হাজির করা হয়
expand
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে আদালতে হাজির করা হয়

গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে।

শুনানিকালে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পুলিশ সদস্যদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার (২২ অক্টোবর) ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে। পুলিশ পক্ষ থেকে সেলিম প্রধানকে গুলশান থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

শুনানির সময় সেলিম প্রধান ক্ষোভের সুরে বলেন, “তোমরা কি আমাকে মেরে ফেলতে চাও? যদি তোমরা সামান্য সৎ থাকতে, তাহলে দেশের অবস্থা এমন হতো না।”

আদালত সূত্রে জানা যায়, বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্যে সেলিম প্রধানকে হাজতখানা থেকে আদালতে আনা হয়। এ সময় তার শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো ছিল। কাঠগড়ায় দাঁড়ানোর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে আদালত কক্ষে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে সামলে নেন এবং কিছু সময় বিশ্রামের ব্যবস্থা করেন।

উল্লেখ্য, সেলিম প্রধান অতীতে আলোচিত ক্যাসিনোকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং রাজনৈতিক অর্থ সরবরাহে জড়িত ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X