শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিকদার গ্রুপের রন হক ও রিক হকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম
expand
সিকদার গ্রুপের রন হক ও রিক হকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র 

ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০৬ কোটি টাকারও বেশি পরিমাণের অর্থপাচারের অভিযোগের প্রমাণ পাওয়ায় সিকদার গ্রুপের রন হক এবং রিক হক সিকদারের বিরুদ্ধে পৃথক দুই মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

তার দুইজনই ন্যাশনাল ব্যাংকের পরিচালক থাকাকালীন সময়ে নিয়ম বহির্ভূত এই অর্থপাচার করেছে বলছে দুদক। দুই মামলায় মোট আসামী করা হয়েছে ২৪ জনকে।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়ম তোয়াক্কা না করে এই টাকা পাচার করে আসামিরা। দুদকের তদন্তে উঠে আসে বিদেশে থাকা অবস্থায় ক্রেডিট কার্ডের টাকা পরিশোধের জন্য ন্যাশনাল ব্যাংক থেকে এই টাকা ঋণ নেয় তারা। পরবর্তীতে সেই টাকা আত্মসাৎ করে অভিযুক্তরা।

এদিন, ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওজোপাডিকো'র সাবেক এমডি শফিক উদ্দিন, কোম্পানি সচিব আবদুল মোতালেসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিপিডিসির তত্বাবধায়ক প্রকৌশল আব্দুর রাজ্জাককে তলব করেছে দুদক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন