

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সরকারের বিভিন্ন উপদেষ্টার কর্মকাণ্ডে জবাবদিহি প্রয়োজন, আর অনেকেই সেই দায়ে কারাগারে যেতে পারেন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ফুয়াদ বলেন, “যদি ব্যর্থদের তালিকা তৈরি করা হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমেই ‘গোল্ড মেডেল’ পাওয়ার যোগ্য।”
তিনি অভিযোগ করেন, নিরাপত্তা সংস্থা ডিজিএফআইয়ের অন্তত চার থেকে পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারত চলে গেছেন এবং তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। তার দাবি, “ভারত সরকারের সহায়তায় এবং আওয়ামী লীগের আশ্রয়ে তারা সেখানে আরামদায়ক জীবনযাপন করছেন।”
তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দায়িত্বে এমন কাউকে রাখতে হবে, যিনি সৎ, নিরপেক্ষ এবং কার্যকরভাবে কাজ করতে পারেন।”
ফুয়াদ অভিযোগ করেন, “যেসব সেনা কর্মকর্তা অপরাধে জড়িত তাদের বিচার প্রক্রিয়া নিয়েও বৈষম্য আছে। কেউ এয়ারকন্ডিশন গাড়িতে করে আদালতে আসছেন, আবার কেউ সাব-জেলে থাকছেন—এটা বিচার ব্যবস্থার প্রতি অবমাননা। সাধারণ মানুষ কারাগারে কষ্টে থাকে, অথচ প্রভাবশালীরা বিলাসবহুল পরিবেশে।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা থাকলেও শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ন্যায্য দাবির বিষয়ে ইতিবাচক ভূমিকা রেখেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। যদিও সব দাবি এখনো বাস্তবায়িত হয়নি।”
এবি পার্টির সাধারণ সম্পাদক আরও অভিযোগ করেন, “সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা ও মহিলা সংস্থায় পিডি, ডিপিডি থেকে শুরু করে নিচের পর্যায় পর্যন্ত দুর্নীতির চক্র সক্রিয়। তারা ঘুষের বিনিময়ে নিয়োগ ও নানা অনিয়মে লিপ্ত।”
উত্তরাঞ্চলে শিল্প-কারখানা স্থাপন ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, “যদি কর্মসংস্থান বাড়ে, তরুণরা মাদক থেকে দূরে থাকবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলাধুলার সুযোগ ও কৃষকদের সারের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে হবে।”
মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, মোস্তাফিজার রহমান, আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
