শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড়ে মানবপাচারকারিদের জিম্মিশালার সন্ধান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
পাহাড়ে মানবপাচারকারিদের জিম্মিশালার সন্ধান
expand
পাহাড়ে মানবপাচারকারিদের জিম্মিশালার সন্ধান

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারিদের জিম্মিশালা থেকে ৬ জনকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হলেও পালিয়ে গেছে পাচারকারী চক্রের ৮ সদস্য।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর থেকে টানা ৬ ঘণ্টাব্যাপী টেকনাফের রাজারছড়া গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

আটক পাচারকারী চক্রের সদস্য টেকনাফের রাজারছড়া এলাকার মো. হোছনের ছেলে মো. রুবেল (২০)। অভিযানে ৮ জনকে পালিয়ে গেলেও তার নাম পরিচয় শনাক্ত করেছে বিজিবি।

তারা হলেন: মিঠাপানির ছড়ার আব্দুল্লাহ (২৬), রিয়াজ (৩০), মো. হোছন (৪৬), আনোয়ারা বেগম (৪০), রায়হান (২৪), জয়নাল (২৪), আব্দুল্লাহ (২৫) এবং বড়ইতলী এলাকার সিরাজ (২৬)।

উদ্ধাররা হলেন: টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের ছেলে রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের ছেলে শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং মনখালি ৯ নম্বর ওয়ার্ডের রফিকের ছেলে মো. ফয়সাল (১৭), উখিয়া মনখালির মো. ইলিয়াসের ছেলে মো. এহসান (১৬), উখিয়া বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে নজিম উল্লাহ (১২), একই ক্যাম্পের জাফর আলমের ছেলে শহিদুল আমিন (১৫)।

অভিযানে ৩টি ওয়ান শুটার গান, ১টি একনালা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি দেশীয় চাকু উদ্ধার হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। অভিযান চলাকালে মানবপাচার চক্রের হাতে বন্দী ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি নাগরিক।

উদ্ধার ভিকটিমরা জানান, রাজমিস্ত্রির কাজের আশ্বাস দিয়ে পাহাড়ে ডেকে নিয়ে আটক করা হয়। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তিন দিন ধরে তাদের বন্দি করে রাখা হয়েছিল। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন