

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিস্তির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এক নারীকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করেছে কিশোর গ্যাং চক্রের সদস্যরা।
এ ঘটনায় ভুক্তভোগী শিরিন বেগম থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে রায়েরবাজার বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত কিশোর গ্যাং ‘পাটালী গ্রুপ’-এর চার সদস্যকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সম্রাট, শিপন, বাদশা ও রাসেল। এদের মধ্যে সম্রাট পুলিশের ওপর হামলার একটি মামলারও আসামি।
মোহাম্মদপুর থানার এসআই খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে তিনজন বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে মারধর করে এক লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে বাদশা বোটঘাট এলাকায় গাঁজার ব্যবসা পরিচালনা করতো। চারজনই পাটালী গ্রুপের প্রধান ‘ফালান’-এর ঘনিষ্ঠ সহযোগী। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে কুপিয়ে আহত করার মামলা রয়েছে।
মন্তব্য করুন

