

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে বগুড়া শহরের চক ফরিদ এলাকায় সোহেল রানার বাসার তৃতীয় তলা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের নাম জান্নাতি আক্তার (২৫)। তিনি আদমদিঘী উপজেলার সান্তাহার লেকো কলোনীর মাজেদ হোসেনের মেয়ে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জান্নাতির স্বামী তুরস্কে অবস্থান করছেন। সেই সুযোগে অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জান্নাতি।
এক মাস আগে এক যুবককে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নেন। এরপর থেকে জান্নাতি ওই বাসায় একাই বসবাস করতেন।
তার স্বামী তুরস্কে থাকা অবস্থায় পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রী জান্নাতিকে তালাক দেন।
এ খবর জানতে পেরে জান্নাতি ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।
ওসি জানান, ভাড়া বাসা থেকে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বুধবার রাতে পুলিশে খবর দেন।
পরে পুলিশ সেখানে পৌঁছে বাসার মালিকের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পারেন, খাটের উপরে সিলিং ফ্যানের সঙ্গে জান্নাতির লাশ ঝুলছে। খাটের পাশে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে। লাশে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
জান্নাতির পরিবার পুলিশকে জানায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে জান্নাতির মোবাইল ফোন বন্ধ। একারণে পুলিশের ধারণা ওই রাতেই জান্নাতি আত্মহত্যা করতে পারেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    