

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু জানিয়েছেন, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা অযৌক্তিক সুবিধা ভোগ করছেন, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২২ আগস্ট) দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, সাধারণ মানুষ এখন মনে করেন, অনেক রাজনীতিবিদ কেবল নিজেদের স্বার্থ হাসিলেই ব্যস্ত।
ফরাসি সংবাদমাধ্যম জানায়, বাজেট ঘাটতি মোকাবেলায় বেরু প্রায় ৪৪ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা হাতে নিয়েছেন। তবে এই উদ্যোগ ইতোমধ্যেই সমালোচনার মুখে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের অনেকেই মনে করছেন, সরকারকে প্রথমেই সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়তি সুযোগ-সুবিধা বন্ধ করতে হবে। তিনি যোগ করেন, “জনগণের অর্থের অপচয় আর সহ্য করা হবে না। পরিষ্কারভাবে দেখতে হবে, কারা অগ্রহণযোগ্য বা অতিরিক্ত সুবিধা নিচ্ছেন।”
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে উগ্র-ডানপন্থি নেতা মেরিন লি পেন দোষী সাব্যস্ত হয়েছেন। এ ছাড়া একাধিক ফরাসি রাজনীতিকের বিরুদ্ধেও একই ধরনের মামলার অভিযোগ রয়েছে।
বেরু স্পষ্ট করে প্রতিশ্রুতি দিয়েছেন—অন্যায়ভাবে সুবিধা পাওয়া যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন