রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ঢাকায় নির্ধারিত গুরুত্বপূর্ণ কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রায় প্রতিদিনই রাজধানীতে সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা আয়োজন থাকে। আজ রোববার (২৩ নভেম্বর) যে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও সভাসূচি রয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো—

রাষ্ট্রপতির কর্মসূচি

বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ সফরে থাকা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

বিএনপির আয়োজিত অনুষ্ঠানসমূহ

সকাল ১১টা, জাতীয় প্রেস ক্লাব (তোফাজ্জল হোসেন হল): আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সকাল ১১টা, পিজি হাসপাতাল অডিটোরিয়াম: আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সকাল ১১টা, জাতীয় প্রেস ক্লাব (আব্দুস সালাম হল): এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

এনসিপির কর্মসূচি

সকাল ১১টা, শাহবাগ – আবু সাঈদ কনভেনশন সেন্টার: জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈমান খতিব সম্মেলন

বিকাল ৩টা, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র: জাতীয় ঈমান খতিব সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ভার্চুয়ালি/অনলাইনে উপস্থিত থাকার সম্ভাবনা উল্লেখযোগ্য)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন