

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মহাখালীতে যাত্রীবোঝাই একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) রাত প্রায় ৯টার দিকে মহাখালীর বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনে এই অগ্নিকাণ্ড দেখা দেয়।
তবে আগুনের উৎস কী ছিল বা কেউ আহত হয়েছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাস দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের তথ্য তাদের কাছে নেই।
মন্তব্য করুন
