বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রামপুরায় বাসে আগুন, পল্লবীতে ককটেল বিস্ফোরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
রামপুরায় বাসে আগুন
expand
রামপুরায় বাসে আগুন

রাজধানীর রামপুরায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন লেগে পুড়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যালয়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বাসটিতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

অন্যদিকে, একই রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে পুলিশ সদস্যসহ তিনজন আহত হন। ঘটনার পর এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন