

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের ডিসি মো. আমীর খসরু।
এর আগে, গতকাল সোমবার কদমতলী থানাধীন নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মোঃ আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মোঃ মামুন (৩৭)। গ্রেপ্তারের সময় তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ষাট রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ডিসি আমির খসরু জানান, আসামিরা এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তারা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য উক্ত পিস্তল নিজ নিজ দখলে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
রাজধানীতে যেকোনো ধরণের অপরাধ দমনে ডিএমপি সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।
মন্তব্য করুন