মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া
expand
পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, এলাকার একটি হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা গুলি করেছে, তাৎক্ষণিক তা জানাতে পারেননি আমিনুল হক।

কিবরিয়ার সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন, হামলাকারীরা কারা—ঘটনার পরপরই তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর পল্লবী, মিরপুর এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রাত সাড়ে ৮টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান কালবেলাকে বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা শুনেছি। গুলিবিদ্ধ অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মারা গেছেন কি না, সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেটা জানতে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন-১২ এর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। সেই সময় মোটরসাইকেলে আসা তিনজন হামলাকারী দোকানে ঢুকে তাঁর মাথা, বুক ও পিঠ লক্ষ্য করে পিস্তল ঠেকিয়ে পরপর সাতটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন