

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা যায়। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে।
হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকা, কাকরাইল, পল্টল, শাহবাগসহ বিভিন্ন এলাকার সড়কগুলোতে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ রাখা হয়েছে। সন্দেহজনক কাউকে দেখামাত্রই তল্লাশি ও জিজ্ঞাসার সঙ্গে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে, রায়কে ঘিরে গত কয়েকদিন বিভিন্ন এলালায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ড ঘটনো হয়। নাশকতার শঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে। উপস্থিতি কম হলেও নির্বিঘ্নে সাধারণ মানুষের যাতায়াত দেখা যায় রাজধানীতে।
ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাবাসীর নিরাপত্তায় রাজধানীতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে মাঠে রয়েছে বিজিবি।
রায়কে ঘিরে শঙ্কার কারণ নেই জানিয়ে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে জানিয়েছেন, আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ দল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্নভাবে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক অবস্থায় আমরা আছি।
মন্তব্য করুন