শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে নাশকতার চেষ্টা: গ্রেফতার ৫ জন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
নাশকতার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার
expand
নাশকতার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ১৩ নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত করে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি'র লালবাগ বিভাগ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলো- তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম (৫০), গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন (৩৬), বাগেরহাট জেলা মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ জাহিদুল ইসলাম (২৮), গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সাথী আক্তার (২৮) এবং ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন (৪৮)।

ডিএমপি জানায়, গ্রেফতার হওয়া সকলেই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন