

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর গুলিস্তানে অবস্থিত কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে ১০–১৫ জনের একটি দল ভবনের চতুর্থ তলায় কাঠ, কার্টনসহ দাহ্য পদার্থ জড়ো করে আগুন ধরিয়ে দেয়।
আগুন কিছুটা নিভে গেলে তারা আবারও সেখানে অগ্নিসংযোগ করে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ভবনে আগুন ধরানো হয়। পরবর্তীতে একাধিকবার লুটপাটের ঘটনাও ঘটে।
শুধু এই ভবনই নয়, তখন রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং ধানমন্ডির সভাপতির কার্যালয়েও আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনগুলো কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অবস্থান নেন ও মিছিল করেন।
জুলাই মাসের গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণকে কেন্দ্র করে আওয়ামী লীগ এই কর্মসূচি দেয়।
আগামী সোমবার (১৭ নভেম্বর) মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মন্তব্য করুন
