

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো প্রায় ফাঁকা। কার্যক্রম নিষিদ্ধ দলের ঘোষণা করা ‘ঢাকা লকডাউন’-এর প্রভাব পড়েছে যাত্রীদের উপস্থিতিতে।
যাত্রী কম থাকায় অনেক বাস নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না। বাস কোম্পানিগুলো সীমিত ট্রিপ চালাচ্ছে। গোল্ডেন লাইনের কাউন্টারম্যান আলী আজগর জানান, “সকাল ৮টার মধ্যে সাধারণত অন্তত ৫টি বাস ছাড়ে, কিন্তু আজ শুধুমাত্র দুইটি বাসে যাত্রী পেয়েছি—দুটোই ফরিদপুরগামী। বরিশাল ও সাতক্ষীরা লাইনে কোনো যাত্রী নেই।”
হানিফ এন্টারপ্রাইজের রুবেল এবং সোহাগ পরিবহনের সজিবও জানান, যাত্রী কম থাকার কারণে কিছু গাড়ি বন্ধ রাখা হয়েছে।
যাত্রীদের বক্তব্যে দেখা গেছে, ঢাকায় আতঙ্কের কারণে অনেকেই যাত্রা অনিশ্চিত বোধ করছেন। রংপুরগামী সুলায়মান হোসেন বলেন, “দুই ঘণ্টা ধরে টার্মিনালে বসে আছি, ৯টার বাস ঠিক সময়ে ছাড়বে কি-না সন্দেহ আছে।” ভেড়ামারাগামী আব্দুল হান্নান যোগ করেন, “যাত্রী কম থাকায় গাড়ি দেরি করছে। আওয়ামী লীগের পরিস্থিতি নিয়ে কিছুটা ভয় লাগছে, তবুও জরুরি কারণে বাড়ি ফিরছি।”
সংক্ষেপে, বৃহস্পতিবার রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলোর যাত্রা কম ও টার্মিনাল ফাঁকা থাকার কারণ হিসেবে সামাজিক ও রাজনৈতিক আতঙ্ককে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
