বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছে। হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

কয়েকজন পথচারীরা জানান, কে বা কারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়ে। টিএসসির সামনে বোমা দুটি বিস্ফোরিত হয়। এতে একজন সামান্য আহত হয়েছেন। তবে, গুরুতর কোনো ক্ষতি কারও হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদকরা জানিয়েছেন, তারা আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আলোচনাধর্মী অনুষ্ঠান পরিচালনা করছিলেন। অনুষ্ঠানটি লাইভ চলছিল। সেটি শেষ হতে না হতেই পরপরই দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, ককটেল দুটি বিস্ফোরণের পরপরই আশপাশের শিক্ষার্থী ও জনগণ এগিয়ে আসে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যেখান থেকে ককটেল ছোড়া হয়েছে, তারা সেদিয়ে দৌড়ে যান দুষ্কৃতকারীদের ধরার উদ্দেশ্যে। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি। একজন সংবাদকর্মীর মোটরসাইকেল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও জানান, ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরাও একই সময় উপস্থিত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন