শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বুটের ভেতর ১৫ মোবাইল লুকিয়ে ধরা পড়লেন আনসার সদস্য, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫১ এএম
চুরির সময় হাতেনাতে ধরা পড়া আনসার সদস্য জেনারুল।
expand
চুরির সময় হাতেনাতে ধরা পড়া আনসার সদস্য জেনারুল।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন দায়িত্বে থাকা আনসার সদস্য জেনারুল।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে বের হওয়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। পরবর্তীতে দেহ তল্লাশির সময় তার বুট, প্যান্ট ও শার্টের ভেতর থেকে অন্তত ১৫টি মোবাইল ফোন উদ্ধার হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযুক্ত আনসার সদস্য জেনারুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে প্রক্রিয়া শুরু হয়েছে।

একজন নিরাপত্তাকর্মী বলেন, ওই সদস্যকে হ্যাঙ্গার গেট দিয়ে বের হতে দেখে তার হাঁটাচলায় অস্বাভাবিকতা মনে হয়। পরে তল্লাশি চালালে তার পোশাক ও জুতার ভেতর লুকানো মোবাইলগুলো পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জেনারুল কার্গো কমপ্লেক্স থেকে মোবাইলগুলো চুরি করে বাইরে থাকা সহযোগীদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। তবে ঘটনার সময় ধরা পড়ায় তার সহযোগীরা পালিয়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে জবাবদিহিতার আওতায় আনতে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন