

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা ওয়াসার চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রগতি সরণিতে পাইপলাইন স্থাপন কাজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর)। এর ফলে ওই সড়কের বেশ কয়েকটি অংশে যানজটের সম্ভাবনা দেখা দিয়েছে।
ওয়াসার একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প’-এর প্যাকেজ–৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) এর অংশ হিসেবে প্রায় ২৪ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ব্যাসের (৫৬০ থেকে ১৬০০ মিলিমিটার) পাইপলাইন স্থাপন করা হবে।
কাজটি মূলত দুটি অংশে সম্পন্ন করা হবে—সেকশন ডি: নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত। সেকশন ই: নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত।
পাইপলাইন স্থাপনের সময় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে না। তবে রামপুরা ব্রিজ থেকে প্রতি ৪০০ মিটার পরপর মিডিয়ান বরাবর উভয় পাশে তিন মিটার করে দুই লেনে চলাচল সীমিত থাকবে। এতে সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াসার পক্ষ থেকে নাগরিকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করতে এবং প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, কাজ চলাকালীন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী এবং ওয়াসার প্রতিনিধিরা একযোগে কাজ করবে, যাতে যান চলাচলে যতটা সম্ভব কম প্রভাব পড়ে।
ওয়াসা আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের চেষ্টা করা হবে এবং এই সময়ে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন
