

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই দিন ধরে ঢাকায় বৃষ্টি নেই, তার প্রমাণ মিলছে বাতাসে। এর ফলে দেশের মধ্যে সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে খুলনায়। এ শহরের বায়ুমান সূচক ২২৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান অষ্টম। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গড় বায়ুমান সূচক (AQI) ছিল ১৭৭, যা মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের। গতকাল একই সময়ে এ সূচক ছিল ১১২।
বায়ুদূষণের এ তথ্য প্রকাশ করেছে আইকিউএয়ার, যা বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে।
এদিকে বায়ুদূষণে বিশ্বের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে সূচক পৌঁছেছে ৬০৫-এ। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৪৪।
এই বায়ুর মান বিবেচনায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। খোলা স্থানে শরীরচর্চা বা দৌড়ানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। ঘরের জানালা বন্ধ রাখা ও শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্তদের যত্ন নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (AQLI)–এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণ এখন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুর সবচেয়ে বড় বাহ্যিক হুমকি। দূষণের কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর পর্যন্ত কমছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (EPIC), যেখানে উল্লেখ করা হয়েছে—বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ।
মন্তব্য করুন
