

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রতিদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন সড়কে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে, যার কারণে কিছু এলাকায় যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই সকালেই জেনে নিন আজ (বুধবার, ৫ নভেম্বর) ঢাকায় কোথায় কী কর্মসূচি রয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ১০টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শ্রমিক দলের উদ্যোগে এক আলোচনা সভা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সানজিদা ইসলাম তুলির সমর্থনে দুপুর ২টায় একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি মাজার রোড থেকে শুরু হয়ে শাহআলী মাজার, সনি সিনেমা হলের পশ্চিম দিক, চিড়িয়াখানা রোড এবং কমার্স কলেজ হয়ে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
দুপুর ১টায় ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সিভিল প্রশাসনকে সহায়তায় নিয়োজিত সেনাবাহিনীর চলমান কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
রাজধানীর এসব কর্মসূচি চলাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আংশিক যানজটের আশঙ্কা থাকায় নাগরিকদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
মন্তব্য করুন
