

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত ১০৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৩২ লক্ষ টাকার নগদ অর্থ ডাকাতির ঘটনায় মূলহোতা মো. বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, র্যাব-৪ ও র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর সদরঘাট এলাকা থেকে প্রধান পরিকল্পনাকারী মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলার সদর উপজেলার উত্তর ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজন—মো. হোসেন ওরফে সোহান (৩৩), বকুল বিবি (৫০) ও কুলসুম বিবি (৫০)—কে গ্রেফতার করা হয়।
র্যাবের অভিযানে আসামিদের কাছ থেকে ১ ভরি ১০ আনা স্বর্ণালংকার, ৮ ভরি ২ আনা সিটি গোল্ড অলংকার, নগদ ৮০ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ১৯ অক্টোবর সকালে গাবতলী হাজী আহসান উল্লাহ মসজিদ মার্কেটে ব্যবসায়ী ভিকটিম তার দোকানে গেলে মুখোশধারী চারজন ডাকাত দারুস সালাম থানার অধীন তার বাসায় প্রবেশ করে। তারা ভিকটিমের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে আলমারির লকার ভেঙে প্রায় ৩১ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি স্বর্ণালংকার এবং একটি ওয়ানপ্লাস মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে নেমে র্যাব-৪ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে এবং একাধিক স্থানে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন