বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম
মেট্রোরেল
expand
মেট্রোরেল

ফার্মগেটে দুর্ঘটনার কারণে সোমবার সকাল থেকে স্থগিত থাকা মেট্রোরেল সেবা আবারও চালু হয়েছে। আজ (সোমবার) সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেলের ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

গতকাল দুপুরে ফার্মগেট এলাকায় একটি মেট্রোরেল পিলার থেকে ‘বিয়ারিং প্যাড’ খুলে পড়ার ঘটনায় একজন পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে বিকেলে আংশিকভাবে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল চালু করা হয়।

আজ সকালে ক্ষতিগ্রস্ত অংশে মেরামত শেষে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর সকাল ১১টা থেকে সম্পূর্ণভাবে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছে ডিএমটিসিএল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন