

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে খুলে পড়া লোহার বিয়ারিং প্যাডের আঘাতে সিএম আজাদ আবুল কালাম (৩৮) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে ফার্মগেট এলাকার ব্যস্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ করেই মেট্রোরেলের পিলারের সংযোগস্থল থেকে একটি ভারী ধাতব অংশ নিচে পড়ে যায় এবং তা আজাদের মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আজাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার কিশোরকাঠি গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
দুর্ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় এবং ঘটনাস্থলে পুলিশসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌঁছে তদন্ত শুরু করেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মানস কুমার দে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিয়ারিং প্যাডের একটি অংশ সংযোগস্থল থেকে আলগা হয়ে পড়ে যায়। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রয়োজনে পরিবারের একজনকে চাকরির সুযোগ বিবেচনা করা হবে।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে আজাদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, ইচ্ছে তো অনেক... আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”
তার এই শেষ স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অসংখ্য মানুষ মন্তব্যে শোক প্রকাশ করে লিখেছেন, “মৃত্যুর আগেই যেন তিনি জীবনের ভার অনুভব করেছিলেন।”
এদিকে ঘটনাটি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নেটিজেনরা মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন এবং অবহেলার দায়ে সংশ্লিষ্টদের জবাবদিহি দাবি করছেন।
মন্তব্য করুন
