

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারে যদি কোনো কর্মক্ষম ব্যক্তি থাকে, তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি জানান, নিহতের পরিবারের সব দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে গ্রহণ করবে। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও কথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, দুর্ঘটনার পরে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন ফাওজুল কবির খান।
রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান। দুর্ঘটনার সময় বেলা সাড়ে ১২টা নাগাদ মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড ছিটকে নিচে পড়ে। নিহতের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
মন্তব্য করুন
