বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে উত্তরা-আগারগাঁও পথে মেট্রোরেল চলাচল শুরু

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম
মেট্রোরেল
expand
মেট্রোরেল

রাজধানীর মেট্রোরেলে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে আংশিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় চালু করা হয় বলে জানিয়েছে এমআরটি লাইন-৬ এর একটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্র জানায়, দুর্ঘটনার পর বেলা সাড়ে ১২টা থেকে পুরো উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকেল ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও অংশে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সেকশনে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন।

এমআরটি সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মতিঝিলমুখী অংশে ট্রেন চালানো হবে না। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও মেরামতের কাজ চলমান রয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা আবুল কালাম নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রীদের ভিড় ও চরম ভোগান্তির সৃষ্টি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন