

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত স্প্রিং বা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যুর পর দুপুরে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে রাজধানীর বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তি তীব্র আকার ধারণ করে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুর জেলায়।
স্থানীয় এক দোকানদার জানান, “হঠাৎ বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। পরে দেখি অনেকে দৌঁড়ে যাচ্ছে। জানতে পারি, মেট্রোরেলের ওপরের দিক থেকে একটি লোহার অংশ নিচে পড়ে একজন মারা গেছেন। ঘটনাটি খুবই ভয়াবহ।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, “ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে অংশবিশেষ খুলে পড়ে যায়। এতে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই মেট্রোরেল কর্তৃপক্ষ সব রুটে চলাচল বন্ধ করে দেয়। এর ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকল স্টেশনে যাত্রীদের ভিড় জমে যায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রেন না চলায় অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
উত্তরা স্টেশনের যাত্রী হাসান মাহমুদ বলেন, প্রতিদিনের মতো টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠেছি। কিছুক্ষণ পর ঘোষণা আসে ‘ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ’। সবাই হতভম্ব হয়ে যায়। কেউ বলতে পারছিল না, কখন চালু হবে। পরে বাধ্য হয়ে বাসে রওনা দিই।
কর্মজীবী নারী সাজিদা আক্তার বলেন, “অফিসে যাওয়ার পথে এমন বিপাকে পড়ব ভাবিনি। মেট্রোরেল বন্ধ থাকায় এখন সড়কে ভয়াবহ যানজট। সময়মতো পৌঁছানোই কষ্টকর হয়ে গেছে।
সচিবালয় স্টেশন ঘুরে দেখা যায়, প্রবেশদ্বারে তালা ঝুলছে। ভেতরে কোনো যাত্রী নেই, তবে বাইরে শত শত মানুষ অপেক্ষায়। অনেকেই জানতেন না ঠিক কী কারণে ট্রেন বন্ধ হয়েছে। কেউ কেউ ধারণা করেছিলেন কেবল মতিঝিল স্টেশন বন্ধ। পরে সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় ফার্মগেটের দুর্ঘটনার কারণেই পুরো রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
নিয়মিত যাত্রী শামীম বলেন, আমি সচিবালয় স্টেশন থেকে মিরপুর যাওয়ার জন্য এসেছিলাম। এসে দেখি ট্রেন বন্ধ। এখন সড়কেও তীব্র যানজট, মেট্রোরেল বন্ধ থাকায় সব চাপ পড়েছে রাস্তায়।
দুর্ঘটনার তদন্তে কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে কবে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মন্তব্য করুন
