বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ, জনমনে আতঙ্ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর কয়েকটি এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে—এ ঘটনায় অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তিতাস গ্যাস জানিয়েছে, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা, উত্তরা, আশকোনা, ভাসানটেক ও দক্ষিণখানসহ ঢাকার বিভিন্ন অঞ্চলের বাতাসে গ্যাসের মতো গন্ধ ছড়িয়ে পড়ে।

তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম মাছউদুর রহমান বলেন, “রাজধানীর কিছু এলাকায় পাইপলাইন সংস্কারের কাজ চলছে। এ প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ থেকেই গন্ধ ছড়াতে পারে। কোথাও পাইপলাইন লিকেজ থাকলেও একই ধরনের গন্ধ হতে পারে।”

তিনি আরও বলেন, “জনগণকে আতঙ্কিত না হয়ে গ্যাসের গন্ধ টের পেলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করার অনুরোধ করছি। আমাদের জরুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন