বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ডিসিসিআই প্রতিবেদন

ঢাকা জেলায় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম
ঢাকা জেলা
expand
ঢাকা জেলা

ঢাকা জেলার মাথাপিছু আয় দেশের গড়ের চেয়ে প্রায় দুই গুণ বেশি। যেখানে দেশে সাধারণ মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার, সেখানে ঢাকা জেলার মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৩ ডলার।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সম্প্রতি প্রকাশিত ‘ইকোনমিক পজিশন ইনডেক্স’ (ইপিআই) প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ডিসিসিআই জানিয়েছে, ঢাকা জেলার আয়ের হিসাব করার জন্য তারা ২০১১ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর তথ্য ব্যবহার করেছে এবং ২০২৩-২৪ অর্থবছরের জন্য আনুমানিক মাথাপিছু আয় নিরূপণ করেছে।

দেশের মোট মাথাপিছু আয়ের ইতিহাস দেখালে দেখা যায়, চলতি বছরের মে মাসে ২০২৪-২৫ অর্থবছরে এটি বেড়ে ২ হাজার ৮২০ ডলার পৌঁছেছে। আগের অর্থবছরে (২০২৩-২৪) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। এর আগে সর্বোচ্চ আয় ছিল ২০২১-২২ অর্থবছরে, ২ হাজার ৭৯৩ ডলার।

ডিসিসিআই জানিয়েছে, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশ ঢাকাকেন্দ্রিক এবং মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ এই জেলায়। তারা বলেন, ত্রৈমাসিক ভিত্তিতে দেশের অর্থনৈতিক কার্যক্রমের মূল্যায়নের মাধ্যমে ঢাকা জেলার বাণিজ্যিক অবস্থা, খাতভিত্তিক অর্জন এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বোঝা যায়।

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে এই গবেষণার জন্য উৎপাদন খাতের ৩৬৫ জন এবং সেবা খাতের ২৮৯ জনের সঙ্গে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১১.২ শতাংশ এবং শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ ঢাকায় বসবাস করে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এছাড়া, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে এই ঘনবসতিপূর্ণ অঞ্চলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন