

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অধীনস্থ এলাকাগুলোতে এই সময়ের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ, গাছপালা কর্তন এবং বিতরণ ব্যবস্থার উন্নয়ন কাজ পরিচালিত হবে।
এ বিষয়ে সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকায় সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার মধ্যে রয়েছে- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশপাশের এলাকা।
বিউবো আরও জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত কাজ চলাকালীন সময়ে ফিডার লাইনে আংশিকভাবে বিদ্যুৎ থাকলেও তা ‘বন্ধ’ হিসেবেই গণ্য করা হবে।
তবে কাজ পরিকল্পনার চেয়ে দ্রুত শেষ হলে বিদ্যুৎ সরবরাহ আগেই পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
