শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: ২ সহযোগীসহ যুবক গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ছাত্র সংগঠনের সমন্বয়ক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (৪ অক্টোবর) ভোরে উত্তরাঞ্চলের একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চক্রের মূল হোতা আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার দুই সহযোগী ফরিদ উদ্দিন (২৬) ও রবিন (২৫)।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নিজেদের ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিলেন। তারা সংগঠিত কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

সূত্র আরও জানায়, আকাশের নেতৃত্বাধীন চক্রটি বিভিন্ন সময় মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে চাঁদা আদায় করত। তাদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগও রয়েছে।

সম্প্রতি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চক্রটির বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর যৌথ বাহিনী অভিযান চালায়।

গ্রেপ্তার তিনজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন