

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে আগত প্রবাসীদের উদ্যোগে গুলশান পাকা মার্কেট, কাঁচা বাজার এবং আশপাশ এলাকায় লিফলেট বিতরণ সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মজলুম জননেতা তারেক রহমানের পক্ষে উত্তর আমেরিকা প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফোবানা সদস্য ফয়সাল চৌধুরীর নেতৃত্বে উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশফাক চৌধুরী, কাজল মাহমুদ, জাহিদ খান, নূর হোসেন, শামসুল হক শামস, মাহমুদ হাসান প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে এক জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন দেশে যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল তখন দেশের বাইরে থেকে আমরাও আন্দোলন করেছি। আবার যখন দেশের অভ্যন্তরে থেকে আন্দোলন করা কঠিন হয়ে পড়েছিল তখনও আমরা দেশের বাইরে আন্দোলন চালিয়ে গেছি। আমেরিকা কানাডা, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে আমরা ওইসব দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রেখেছি এবং যথাযথ জায়গাগুলোতে আবেদন নিবেদন করেছি। যাতে তৎকালীন ফ্যাসিবাদী সরকারকে এসব দেশের সরকার কোনরকম সহযোগিতা না করেন।
নির্বাহী কমিটির সদস্য ফয়সাল চৌধুরী আরও বলেন প্রবাস থেকে সবসময় রেমিটেন্স আসে। কিন্তু যখন আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় হাসিনা সরকারকে সহযোগিতা না করার জন্য তখন আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেই এবং অন্যদেরকে না পাঠাতে উৎসাহিত করি। তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা হয়তো ভাবছেন আমরা বিদেশ থেকে আবার কেন দেশে এসে লিফলেট বিতরণ করছি। আসলে আমরা তো এদেশের মানুষ। এই মাটিতেই জন্মগ্রহণ করেছি। আমরা বিদেশে থাকলেও মনটা পড়ে থাকে দেশের মাটিতে। কারণ এখানে আমাদের পূর্ব পুরুষরা আছেন। আত্মীয়-স্বজনরা সবাই আছেন। আমরাও সুযোগ পেলেই দেশে চলে আসি এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখি।
তিনি বলেন, যাদের নেতৃত্ব বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে সেই সকল নেতৃবৃন্দের প্রায় সবাই এখানে উপস্থিত আছেন। আমরা নির্বাচন পর্যন্ত দেশে থাকবো এবং আপনাদের বলব এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং কূটনৈতিক জোন। এখানে আপনাদের ভোটের অনেক মূল্য। আপনাদের ভোটের উপর অনেক কিছু নির্ভর করে। আপনারা অবশ্যই মজলুম জননেতা তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
অনুষ্ঠানে তিতুমীর কলেজের ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু হুজাইফা রকি, রাকিব সিকদার, মেহেদী হাসান অভিসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে একটি ছোট মিছিল অত্র এলাকা প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন
