

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সহপাঠী সাকিবুল হাসান হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে আবারও সড়ক অবরোধে নেমেছেন শিক্ষার্থীরা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ অবরোধের পর তারা ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেট মোড়েও অবস্থান নেন। ফলে গুরুত্বপূর্ণ এই দুই সড়কে যান চলাচল পুরোপুরি থমকে গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট–খামারবাড়ি অংশে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর, দুপুর সাড়ে ১২টার দিকে তারা ফার্মগেট মোড় অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সাকিবুল হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও মামলার তদন্ত বা বিচারে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তারা জানান, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যার মধ্যে ছিল—“আমার ভাই কবরে, খুনি কেন বাইরে” এবং “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না”।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত অবস্থায় উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হাসপাতালে ভর্তি করা হলে চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান।
মন্তব্য করুন

